এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বদলি জনিত কারনে জনবান্ধব খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান দুই বছরের মাথায় খানসামা থেকে বিদায় নিলেন।
খানসামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোঃ সাজেবুর রহমান বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত ২০ নভেম্বর ছিল খানসামায় তাঁর শেষ কর্মদিবস।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তিনি খানসামা ত্যাগ করেন।
এদিন প্রথমে উপজেলা পরিষদ চত্বরে খানসামা উপজেলা চেয়ারম্যান, অফিসারবৃন্দ সহ কয়েকশত নারী-পুরুষ তাঁকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানায় , এর পর
আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যা,সুশীল সমাজ,সাংবাদিক সহ সর্বস্তরের জনগন তাঁকে বিদায় জানান।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ২৪ আগস্ট খানসামায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে বিগত দুই বছরে বিভিন্ন সময়োপযোগী কার্যক্রমের ফলে পুরো উপজেলায় তিনি জনপ্রিয় হয়ে উঠেন।
উল্লেখ্য যে, খানসামায় দায়িত্বে থাকাকালীন সময়ে দুইবার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন জনবান্ধব অফিসার সাজেবুর রহমান।