শাহ্ আলম ভুরুঙ্গামারী থেকেঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক মটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে সোনাহাট স্থলবন্দরগামী রাস্তায় একটি ট্রাককে অভারটেক করার সময় ট্রকের ধাক্কায় তারিক আজিজ পলাশ (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে সোনাহাট ইফপির বানুরকুটি গ্রামের বছির উদ্দিনের বিডিআর এর পুত্র এবং সোনাহাট ইউনিয়নের যুবলীগের সহঃসভাপতি বলে জানাগেছে। বর্তমান ট্রাকটি আটক রয়েছে। ট্রাক নং ঢাকা মেট্রো ১৬-১৯৭২। ভুরুঙ্গামারী থানা পুলিশের এসআই আব্দুল আওয়াল জানান, নিহতের পরিবারের কোন প্রকার আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের নিকট হস্তান্তর করা হয়েছে