ঢাকা অফিসঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শুক্রবার গণমাধ্যমে এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোকবার্তায় মরহুম আনিসুল হকের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, আনিসুল হক চলে গেলেন। একজন সফল মানুষ ছিলেন তিনি । টিভি উপস্থাপক হিসেবে তিনি যে সফলতা অর্জন করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করেছিলেন প্রতিটি ক্ষেত্রে । একজন সফল ব্যবসায়ী থেকে সফল মেয়র। সদালাপী, সদা হাস্যময় একজন চমৎকার মানুষ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ইতিস্পষ্ট সদা হাস্যউজ্জল এই মানুষটি নিজগুনেই মানুষের মনে স্থান করে নিয়েছিলেন।
মেয়র আনিসুল হকের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ ঢাকামহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু।