ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে সদর ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার গছিডাঙ্গা গ্রামে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান সুইচ অন করে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন। এসময় পল্লী বিদ্যুতের এজিএম শেখ মোঃ বাজলুল কামাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, জাপানেতা আনিছুর রহমান , পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে এ গ্রামটিতে বিদ্যুতায়নের কাজ শেষ করা হয়েছে।