মো.মনির হোসেন,ঝালকাঠি প্রতিনিধি:
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে ‘চাই স্থানীয় সরকার খাতে স্বচাছতা ও জবাবদিহি’ স্লোগানকে সামনে রেখে সদর উপজেলার নবগ্রাম ইউপি কর্তৃপক্ষের সাথে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাকের সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু ও স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক একেএম শামসুল আলম, টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক ও এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ, ইউপি নারী সদস্য মোসাম্মৎ শাহানাজ পারভীন ও শাফিয়া বেগম, ইউপির সাধারণ সদস্য তছলিম হোসেন মৃধা, আবদুল হান্নান তালুকদার, আয়নাল হক, হাদিসুর রহমান লস্কর, দ্বিজ দাস ব্যানার্জী, শান্তি রঞ্জন হালদার, গোপাল কৃষ্ণ হালদার, ইউপি সচিব স্বপন কুমার ওঝা এবং সনাকের ইয়েস সদস্য তাইয়্যেবা আক্তার ও মোঃ আজিজুল হক উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি, নোটিশ বোর্ড হালনাগাদকরণ, বাজেট, পরিকল্পনা, বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের তালিকা, বিভিন্ন সুরক্ষা কার্যক্রমের উপকারভোগীদের তালিকাসহ সপ্রণোদিত তথ্য উন্মুক্তকরণ, ইন্টেগ্রিটি ম্যানেজমেন্ট টুলবক্স কার্যক্রম বাস্তবায়ন, ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান আয়োজন প্রভৃতি বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।