নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা তথ্য অফিস ও নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠান হয়। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার-শঙ্কর কুমার বিশ্বাস, বিশেষ অতিথি, জেলা তথ্য অফিসার-শাহজাহান আলী, বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-আব্দুল মান্নান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি-আব্দুল্লাহিল বাকী, ছাত্রলীগের সভাপতি-সিরাজুল ইসলাম, পিবিএফজি প্রকল্প, আরডিআরএস এর ইউনিয়ন ফেসিলেটেটর মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের জনসাধারণকে বাল্য বিয়ের কুফল বিষয়ক বিভিন্ন ধরণের ভিডিও প্রদর্শন করে দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *