ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করায় ভুরুঙ্গামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা।
চলতি বছর মুক্তিযোদ্ধা তালিকা তৈরিতে যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গণি কর্তৃক অর্থের বিনিময়ে অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করায় এবং অমুক্তিযোদ্ধাদের নিয়ে আলাদা অনুষ্ঠান করায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেল সুপার ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাবেক জেল সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাবেক জেল সুপার ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহি উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মতি ও এটিএম শাহজাহান মানিক প্রমূখ। সমাবেশে বক্তারা ভূরুঙ্গামারী,নাগেশ্বরী, ফুলবাড়ী এবং উলিপুর উপজেলার যাছাই-বাছাই কমিটির সভাপতি ওসমান গনিকে অবাঞ্চিত ঘোষণা করেন। এছাড়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার দাবী জানান।