ঢাকা প্রতিনিধি
তৃণমূল রাজনৈতিক কর্মীদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দু:খজনক হলেও সত্য আজকের রাজনীতি এখন আর তৃণমূল নেতা-কর্মীরা নিয়ন্ত্রন করে না। রাজনীতির নিয়ন্ত্রন এখন কালো টাকা আর তেলবাজদের নিয়ন্ত্রন চলছে।
তিনি বলেন, রাজনীতি যখন সত্যিকারের তৃণমূল কর্মীদের হাতে ফিরে যাবে তখনই জাতি ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব হবে।
সোমবার বায়তুল মোকাররম পূর্ব গেইট সংলগ্ন আলম চত্ত্বরে এনডিপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন আলম স্মরণে বন্ধু মহল আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আলমগীর হোসেন আলম ছিলেন তৃণমূল সচেতন রাজনৈতিক কর্মী। তার অবদান ইতিহাসে হয়তো লেখা থাকবে না, কিন্তু তৃণমূল নেতা-কর্মীদের মাঝে তিনি বেঁচে থাকবেন।
মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৩০ বছরে আলম ভাই কখনো পদ-পদবীর জন্য রাজনীতি করেননি। তিনি বিশ্বাসের কারণেই কাজ করে গেছেন।
বন্ধু মহলের সভাপতি আবদুল আল নোমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, জাতীয় মৎসজীবী পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বন্ধু মহলের আরিফুর রহমান সম্রাট, সোহেল মালিক, কাওসার, সাগর, মিরাজ, রাসেল, এনামূল প্রমুখ।
সভা শেষে মরহুম আলমগীর হোসেন আলমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হায়দার আলী।