ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারীঝাড় বাজরের ঈদগাহ মাঠের পাশে অভিযান চালিয়ে একটি মটর সাইকেল সহ হাটের কুঠি গ্রামের খোরশেদ আলীর ছেলে ছমির উদ্দিন (৩৫) ও আবু বক্কর সিদ্দিক এর ছেলে জিয়াউল হক(৩২)কে ১০ পিচ ইয়াবা সহ আটক করে । জানা যায় ছমির উদ্দিন ও জিয়াউল হক দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল। এ বিষয়ে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আটক দুই জনকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা