ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীত সড়ক রক্ষণাবেক্ষন মহিলা শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে আরডিআরআইআইপি প্রকল্পেরে আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলা শ্রমিকদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করা হয়। কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলা শ্রমিকদের হাতে এ চেক তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কুড়িগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান। এ সময় উপজেলার দশ ইউনিয়নের ১শ জন মহিলা শ্রমিককে সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার