ষ্টাফ রিপোর্টার-
কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন ভুরুঙ্গামারী উপকমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহন ও দায়িত্ব বন্টন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সংগঠনের অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। ভুরুঙ্গামারী উপকমিটির উপদেষ্ঠা ও নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব প্রাপ্ত সুজাউদ্দৌলা সুজা মাষ্টারের সার্বিক ব্যবস্থাপনায় শপথ অনুষ্ঠানে ভুরুঙ্গামারী উপকমিটির সকল শ্রমিক উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট উপকমিটির নির্বাচিত সভাপতি জয়বর আলী ড্রাইভার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোমিনুল ইসলাম মমিন ড্রাইভার সহ ১৫ জনকে শপথ বাক্য পাঠ শেষে তাদের দায়িত্ব বন্টন করা হয়।উল্লেখ্য কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়নের ভুরুঙ্গামারী উপকমিটির গত ২২ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক শাহ মোঃ আরিফুজ্জামান রনী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অনলাইন নিউজ পোর্টাল এশিয়ান বাংলা নিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মনজুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন