কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বাড়িতে ঢুকে ইমরুল ইসলাম রাফি (৩০) নামে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্বাস সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। রাফি একই এলাকার নজরুল ইসলাম সিকদারের ছেলে। উপজেলার পাশাপাশি উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম দফতর সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন তিনি। ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সে। পরিবারের বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল মেডিকেল টিম-১ এর মো. আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। ওই ছাত্রলীগ নেতার মাথায় গুরুতর জখম হয়েছে। রাফির স্বজন মো. ইকবাল হোসাইন গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় রাতে বাড়িতে পড়েন রাফি। বাড়িতে বাবা-মাও ছিলেন। পরে মধ্যরাতে ৮ থেকে ১০ জন মুখোশধারী সন্ত্রাসী বাড়ির দরজা ভেঙে ঢুকে রাফিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে ‍যায়। এতে রাফির মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। চমেক হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছে।রাজনৈতিক প্রতিহিংসা থেকে রাফির ওপর এ সন্ত্রাসী হামলা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন