ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাস্তার কাজ শুরু কর,ধুলাবালি বন্ধ কর স্থল বন্দর চালু রাখ,এই শ্লোগানকে সামনে রেখে সোনাহাট বিজিবি ক্যাম্প মোড় হতে স্থলবন্দরের জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা পাকাকরণ ও স্বাস্থ্য ঝুকির হাত থেকে এলাকাবাসীকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে বিশ্ব পরিবেশ উন্নয়ন সেবা সংঘের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার স্থলবন্দরের কাচাবাজারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ব পরিবেশ উন্নয়ন সেবা সংঘের চেয়ারম্যান ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার। স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বিএসসির সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হজরত আলী,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আব্দুর রাজ্জাক মন্ডল। বক্তারা জানান,সোনাহাট স্থল বন্দর চালু হওয়ার পর সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে,ইতিমধ্যে স্থলবন্দরের অবকাঠামো নির্মানের কাজ শুরু হয়েছে,বিজিবি ক্যাম্প মোড় হতে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কোটি ২০ লক্ষ ৬৩৫ টাকা ব্যয়ে রাস্তার সংস্কারের কাজ চলছে কিন্তু বিজিবি ক্যাম্প মোড় হতে স্থলবন্দরের জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ জরুরী হলেও সরকারী ভাবে কোন বরাদ্দ প্রদান করা হয় নাই। রাস্তা পাকাকরনের কাজ না করায় প্রতিনিয়ত মালবাহী ট্রাক খাদে পড়ে শ্রমিক সহ পথচারীদের হতাহতের ঘটনা প্রায়ই ঘটছে। এছাড়া রাস্তার যত্রতত্র পাথর ভাঙ্গানোর ফলে পাথরের ধুলাবালিতে এলাকার পরিবেশ দুষিত হয়ে স্থলবন্দর এলাকায় কর্মরত বিভিন্ন শ্রেনীর শ্রমিক ও এলাকাবাসীরা শ্বাস কষ্ট,ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। অনতি বিলম্বে রাস্তাপাকা করনের কাজ শুরু এবং এলাকাবাসীকে স্বাস্থ্য নিরাপত্তা প্রদানে যত্রতত্র পাথর ভাঙ্গা বন্ধ করে পরিবেশ বান্ধব উপায়ে পাথর ভাঙ্গার ব্যবস্থা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান অন্যথায় স্থলবন্দর বন্ধ সহ বিভিন্ন কর্মসুচির ঘোষনা করবেন বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন। আলোচনা সভায়,স্থলবন্দরে বসবাসরত সর্বস্তরের জনসাধারণ,বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সাউথ এশিয়ান নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন(সানপা)র আহবায়ক সাংবাদিক মনজুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন