কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস: মাস্টারদা সূর্য সেনের স্মৃতি দেখতে চট্টগ্রামে সফরে আসা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রীতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের আসার কথা রয়েছে বাংলাদেশের এ ঘনিষ্ঠ বন্ধুর। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রণব মুখার্জি ওইদিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চবিতে অবস্থান করবেন। ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি আসার পরই চবিতে অনুষ্ঠান শুরু হবে। তার ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন ও বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরিদর্শন করার কথা রয়েছে। একটি বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মাননাসূচক এ ডিগ্রী দেওয়া হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এটি অনুমোদনও হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন