ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে স্বামীর নামে যৌতুক মামলা করে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে প্রায় ৮ বছর পুর্বে উপজেলার পাইকেরছড়া গ্রামের মোঃ সফিউদ্দিনের পুত্র মোঃ সাইদুল হক(৩২)’র সঙ্গে সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত আজগর আলীর কন্যা নাসিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলে আসা অবস্থায় নাছিমা কামাত আঙ্গারিয়া গ্রামের ২ সন্তানের জনক জনৈক আয়নাল হক(৪০)’র সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন পরকীয়া প্রেম চলে আসার পর দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকায় অবস্থান করছে। এদিকে নাসিমা আয়নাল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার মাকে দিয়ে তার পুর্ব স্বামীর নামে কুড়িগ্রাম আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে হয়রানী করছে বলে সাইদুল হক অভিযোগ করেন। এ বিষয়ে ইউপি সদস্য শ্রী পরিমল চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,নাসিমা প্রায় ৭/৮ মাস পুর্বে পরকীয়া প্রেমিক আয়নাল হকের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঢাকায় অবস্থান করছে এবং পুর্ব স্বামীকে হয়রানী করার জন্য নাসিমার মা আদালতে যৌতুক মামল করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। এছাড়া সনাতন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিনয় চন্দ্র সাহা জানান,নাসিমা এবং তার পরকীয়া প্রেমিক আয়নালের কুপরামর্শে মামলা করে তাদের হয়রনাী করছে। এদিকে আয়নালের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী নাসিমা ও আয়নালকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।