মো.মনির হোসেন,ঝালকাঠি:
ঝালকাঠিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন চলাকালিন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন যেহেতু শিক্ষক-কর্মচারীবৃন্দ সমাজের অবিচ্ছেদ্য অংশ ও সবচেয়ে সন্মানিত এবং মানুষ গড়ার কারিগড় তাই এদেরকে সন্মানিত করে দাবী দাওয়া পর্যায়ক্রমে অবশ্যই মেনে নেওয়া হবে। ১৪ জানুয়ারী বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের কাছে মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়ার প্রাক্কলে জেলা প্রশাসক এর কার্যালয়ের সভা কক্ষে জেলা আইনশৃংখলা সংক্রান্ত মাসিক সভা শেষে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বের হয়ে আসার পর শিক্ষক নেতা অধ্যক্ষ আবুল বাশার বাদশা তার পথরোধ করলে তখন শিল্পমন্ত্রী গাড়ী থেকে নামেন এবং আন্দোলনকারীদের বিষয়টি তিনি শোনেন এবং তিনি বিষয়টি প্রধানমন্ত্রী’র সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করলে উপস্থিত শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্ধ উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. হামিদুল হক এর নিকট শিক্ষক নেতা অধ্যক্ষ আবুল বাশার বাদশা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।