কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলা স্কাউট কমিশনার, এসিস্টেন্ট লিডার ট্রেইনার অব বাংলাদেশ স্কাউট এবং পল্লী চিকিৎসক সমিতির জেলা সভাপতি ডা: বদিউজ্জামান (৭০) আর নেই। সোমবার সকাল ১০টায় শহরের কৃঞ্চপুরস্থ তার নিজস্ব বাস ভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে—রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে মরহুমের জানাজা শেষে তাকে করিমের খামার কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। মরহুমের ১ম পুত্র হাসান উজ জামান পলাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং ২য় পুত্র হামিদ উজ জামান মামুন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় কর্মরত।
তার মৃত্যুতে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, কুড়িগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রাক্তন স্কাউট কমিশনার ও শিক্ষক সামিউল হক, শিক্ষক ও সাংবাদিক শাহাবুদ্দিন, স্কাউট লিডার খায়রুল আনম, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, লেখক মোস্তফা তোফায়েল, সিনিয়র সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু মরহুমের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *