ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিষপানে ১৬ বছর বয়সী কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতাল সুত্রে জানা যায়, পিতা-মাতার উপর অভিমান করে, আমেনা বিষপান করলে পরিবারের লোকজন ঝালকঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জরুরি বিভাগে ভর্তি করেন, এবং চিকিৎসা চলাকালীন সময় সকাল ১০টার দিকে আমেনার মৃত্যু ঘটে। মৃত আমেনা (১৬) ঝালকাঠী সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারখী গ্রামের মো.শাহ আলমের মেয়ে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামালা দায়ের করা হয়েছে বলে জানান, ওসি তাজুল ইসলাম।