ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু কন্যা পপি (৮) গুরুতর জখম হয়েছে। শিশুটির অবস্থা আসংকাজনক। আহত শিশু কন্যা পপি, ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা মহসিন হাওলাদারের মেয়ে। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার বিকাল ৫ টায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের নলছিঠি উপজেলার রায়পাশা বড়ইতলা নামক স্থানে বাবা-মা’র সাথে শিশু পপি মহসড়কের পাশ দিয়ে বসত বাড়ীতে যাওয়ার পথে, বরিশাল থেকে আসা দ্রুত গতির বেপরোয়া পিকআপ ভ্যান শিশুটিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে ঝালকাঠি’র দিকে দ্রুত গতিতে চলে যায়। শিশুটি পিছঢালা রাস্তায় উপুর হয়ে পড়ে গেলে মুখমন্ডল, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক জখম হয়।বাবা-মায়ের ডাক চিৎকারে স্থানীয়’রা দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আসংকাজনক,শিশুটির জ্ঞান হারিয়ে ফেলেছে,প্রচুর রক্তক্ষরন ঘটেছে। শিশুটির চাচা জানান, নলছিঠি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *