শফিউল আলম শফি,কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রাম সেবা ক্লিনিকে ৩টি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নন্দনপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী হাসনা বেগম (৩৫) নামের এক গর্ভবতী মা। বুধবার রাত ৩টার দিকে গাইনী বিশেষজ্ঞ ডাঃ অমিত কুমার চক্রবর্তীর তত্বাবধানে সিজারের মাধ্যমে বাচ্চা ৩টি প্রসব করানো হয়। বর্তমানে ৩ শিশু সন্তানসহ মা সুস্থ আছে। প্রতিটি বাচ্চার ওজন ২ কেজি ৭৫ গ্রাম। তাদের ঘরে ৮ বছর বয়সের একটি কন্যা সন্তান আছে।
এব্যাপারে প্রসুতির স্বামী আব্দুল করিম জানান, এক সাথে ৩টি কন্যা সন্তানের পিতা হতে পেরে খুশি তিনি। সন্তানসহ সন্তানের মা সুস্থ থাকার জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছেন তিনি।
এব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ অমিত কুমার চক্রবর্তী জানান, ৩ শিশু ও শিশুর মা সুস্থ আছে। প্রতিটি শিশুর ওজন ২ কেজি ৭৫ গ্রাম করে।