মোঃ মনির হোসেন,ঝালকাঠি:
মানবদেহ ধ্বংসকারী রাসয়নিক-ক্যামিক্যালের অনিয়ন্ত্রিত ব্যবহারে যখন নিত্যনতুন, দূরারোগ্য ও জটিল রোগের বিস্তার লাভ করছে তখন তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ২ ফেব্রুয়ারী শুক্রবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সারা দেশের মতো ঝালকাঠিতেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলা প্রশাসন জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ সমাবেশ ও প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করছে।এ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে শহরে একটি র‌্যালী বের করা হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে এসে শেষ হয়। জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালীতে অংশ নেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক এর নেতৃত্বে র‌্যালী অনুষ্ঠানের পরে তিনি ডিসি অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন।সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতাহার মিয়ার সঞ্চালনায় সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসাইন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইদুজ্জামান, এনএসআই’র উপপপরিচালক আবদুল কাদেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ’রা উপস্থিত ছিলেন।এছাড়া দিবসটির প্রয়েজনীয়তা ও গুরুত্ব প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে ছড়িয়ে দিতে জেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ সমাবেশ ও প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচী পালন করা হবে বলে আয়োজকদের পক্ষথেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন