ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন তিলাই ইউনিয়ন যুবদলের সম্পাদক আব্দুল আজিজ আজাদুল(৪৭), পাথরডুবী ইউনিয়ন যুবদলের সম্পাদক আমিনুর রহমান(২৪), আন্ধারীঝাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল হক(৩২), আন্ধারীঝাড় যুবদলের সদস্য মনিরুজ্জামান স্বপন(২৮) ও পাথরডুবী যুবদল যুগ্ম সম্পাদক আমিনুর রহমান (৪২)।
ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, নাশকতার পরিকল্পনা ও দেশব্যাপী অভিযানের অংশ হিসাবে তাদেরকে আটক করা হয়েছে।