নাটোর প্রতিনিধি
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনার্স ৪র্থ বর্ষের ২০১৩-১৪ সেশানের পরীক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন করেছে নাটোরের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে দাঁড়িয়ে তারা এই কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনিস আবির, মাসুদুর রহমান আনাস আলজিয়াসহ ২০১৩-১৪ সেশানের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত দিন। অনার্স ৪র্থ বর্ষের অনেক শিক্ষার্থী তৃতীয় বর্ষের কিছু বিষয়ে ইমপ্রুভ পরীক্ষা দিবে। এত অল্প সময়ে ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করলে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাই তারা পরীক্ষা পিছানোর দাবী জানাতে এ কর্মসূচি পালন করছে।