ঝালকাঠি প্রতিনিধি॥
বিলুপ্ত ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার আদালত থেকে জামিন লাভ করেছেন। বুধবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কবির হোসেন তার জামিনের আবেদন মঞ্জুর করেন। শহরের জনৈক জাহাংগীর হোসেন মঞ্জু ২০১৬ সালের অক্টোবর মাসে এ মামলাটি দায়ের করেছিলেন। মঙ্গলবার রাতে ঝালকাঠি থানার এএসআই জসিম উদ্দিন আজমীর হোসেন তালুকদারকে এ মামলায় আদালতের ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করে। আজমীর জানান, আদালতের ওয়ারেন্ট থানায় নথিভূক্ত ছাড়াই এএসআই জসিম সরাসরি আদালতে থেকে ওয়ারেন্ট নিয়ে তাকে গ্রেফতার করেন, যা রহস্যজনক। এদিকে আজমীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠিসহ সারাদেশে সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা শাখা থেকে প্রতিবাদ আসতে থাকে। অর্ধশতাধিক সংবাদ কর্মী ভিড় জমায় ঝালকাঠি থানায়। পরে সকালে সাংবাদিক নেতৃবৃন্দ আদালতে উপস্থিত হন। আজমীরের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাডভোকেট ফয়সাল খান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট বনি আমিন বাকলাই।এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, জেলা সাংবাদিক সংস্থার সভাপতি ও দূর যাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সময় টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ঝালকাঠির সময়’র সম্পাদক পলাশ রায়, বিএমএসএফ’র জেলা শাখার সহসভাপতি শফিউল আজম টুটুলসহ সাংবাদিকবৃন্দ আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন