ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :
‘শিশু বিয়ে বন্ধ করি, কন্যা শিশুর অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে অঅজ ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে ও আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এনটিভি’র ষ্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহকারী মহা-ব্যবস্থাপক মোস্তফা কামাল ভুঁইয়া ও সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, মানবজমিন ষ্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।