রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ৫ দিন ব্যাপী গোরক্ষনাথ (শিব চতুর্দশী) মেলার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন হয়। মেলা পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মো. সইদুল হক প্রধান অতিথি ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, নেকমরদ ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগ সম্পাদক রমজান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়, প্রাণ গোবিন্দ সাহা, মানিক গোস্বামী, শিক্ষক গোপেন চন্দ্র রায়, দিগেন্দ্র নাথ রায়, মেলা পরিচালনা কমিটির সম্পাদক পুশিন চন্দ্র প্রমুখ।