মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন পাকেরহাট শাখার দ্বি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩ টা হতে ৬ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন করে বিরতীহীন ভাবে গণনা শুরু করেন। উৎসবমুখর পরিবেশে শ্রমিক অফিস কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৫ জন ভোট দিয়েছেন।
এরপর সন্ধ্যা ৭ টার পর ফলাফল প্রকাশ করেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন, পাকেরহাট শাখার সভাপতি, শ্রমিক প্রতিনিধি নির্বাচনের আহবায়ক ও প্রিজাইডিং অফিসার মাহফুজার রহমান চৌধুরী।
নির্বাচনে সর্বোচ্চ ৪৬ ভোট পেয়ে সর্দার নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রহিদুল হক ১১ ও মোঃ শাহিনুর রহমান ৭ ভোট পেয়েছেন।
৩৪ ভোট পেয়ে সহ-সর্দার নির্বাচিত হয়েছেন মোঃ নুরুনবী মিয়া , নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাবু খাঁ ৩০ ভোট পেয়েছেন । মোট ভোটের মধ্যে বাতিল হয়েছে ১ টি ভোট।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের পাশাপাশি পোলিং এর দায়িত্বে ছিলেন শ্রমিক প্রতিনিধি নির্বাচনের যুগ্ন আহবায়ক মোঃ মহসিন আলী, ইসতিয়াক আহমেদ শুভ, আজিজার রহমান ভুট্টু, আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন