মো. নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম.পি আগামী ১৭-২১ ফেব্রুয়ারী খানসামা-চিরিরবন্দর সফর করবেন।

আগামী ১৭ই ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০ টায় খানসামা উপজেলার গোয়ালডিহি চান্দের দহ শশ্মান ঘাটে নবনির্মিত দাহ চুল্লীর শুভ উদ্বোধন, সকাল ১১ টায় গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে গোয়ালডিহি ইউনিয়ন পোষ্ট অফিস ঘরের শুভ উদ্বোধন, সকাল সাড়ে ১১ টায় গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ হলরুমে ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, বিকাল ৩ টায় সুবর্ণখুলী সাবুদের হাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন, বিকাল সাড়ে ৩ টায় সাবুদের হাট মাঠ প্রাঙ্গণে ৩ নং ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় যোগদান।

১৮ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় চিরিরবন্দর শিক্ষা অফিসের দ্বিতল ভবন উদ্বোধন, সকাল ১১ টায় চিরিরবন্দর উপজেলা চত্বরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের চেক বিতরণ, দুপুর ২.৩০ টায় ইছামতি মহিলা ডিগ্রী কলেজ নতুন ভবনের উদ্বোধন, বিকাল ৩টায় ইছামতি মহিলা ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান।

১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময়, দুপুর ২.৪৫ টায় খানসামা পাইলট বালিকা বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, বিকাল ৩ টায় খানসামা উপজেলা ২০ শয্যা হাসপাতালের ভিত্তি প্রস্থর স্থাপন, বিকাল ৩.১৫ টায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চেক বিতরণ ও বিভিন্ন গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন, বিকাল সাড়ে ৩ টায় খানসামা ঘাট ব্রীজ মাঠে ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় যোগদান।

২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গর্ভেশ্বরী নদীর উপর নির্মিতব্য ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন, সকাল সাড়ে ১০ টায় মাদারগঞ্জে আত্রাই নদীর উপর নির্মিতব্য ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন, বিকাল ২.৩০ টায় কারেন্টহাটে কাঁকড়া নদীর উপর নির্মিতব্য ব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন, বিকাল ৩ টায় কারেন্টহাট ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান।

২১ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৮ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিরিরবন্দর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯ টায় ইছামতি ডিগ্রী কলেজে ২১ শে বইমেলার শুভ উদ্বোধন, সকাল ১০ টায় পাকেরহাট দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও পাকেরহাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন