মোঃমনির হোসেন ঝালকাঠি:
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নয়নের মহাসড়কে অবতীর্ণ অর্থাৎ রোল মডেল তারই ধারাবহিকতায় পদ্মা সেতু, পায়রা বন্দর সম্পন্ন হওয়ার পর দক্ষিণাঞ্চল হবে আর্থ সামাজিকভাবে সমৃদ্ধশালী এতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা। কারন শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন তখন বাঙ্গালী জাতির জন্য তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে পরিশ্রম করে যাচ্ছে। এ জন্য তিনি মাদার অব হিউমিনিটি পদকে ভূষিত হয়েছেন। শিল্পমন্ত্রী আমু ১৭ ফেব্রুয়ারী সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে দিনব্যপি বিভিন্ন উন্নয়নের নাম ফলক উম্মোাচন করেন সুধী সমাজে বক্তব্য রাখেন। পরে বেলা ৩ টায় কাঁচাবালিয়া বিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন শিল্পমন্ত্রী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মাওলা মাছুম শেরওয়ানী ও সামসুল আলম চুন্নু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারমান সুলতান হোসেন খান, সাবেক চেয়ারমান আমিনুল ইসলাম লিটন, সাখাওয়াত হোসেন খলিল, সৈয়দ জাকির হোসেন রিটেন, বিকে বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল, যুবলীগের প্রাণ শাহিন প্রমুখ। মতবিনিময় সভার আগে রামচন্দ্রপুরে ফিরোজা আমু মেমোরিয়াল মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৭০ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ভবনের কাজ সম্পন্ন হয়েছে বলে ইইডি’র এসও আব্দুর রহমান পলাশ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন