ঢাকা সংবাদদাতাঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে সরকারের হস্তক্ষেপ ‘একশ পারেসেন্ট’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল(অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একাউন্টে এই টাকা ছিল না। তারা অন্যকোনো জায়গায় এই টাকা জমাও রাখেননি। তাদের এই মামলায় কোনো সম্পৃক্ততা নেই। পদ্ধতিগত ভুল থাকতে পারে। সুতরাং এখানে সরকারের হস্তক্ষেপ একশ পারেসেন্ট।’
জাতীয় প্রেস ক্লাবে নতুন হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণতান্ত্রিক ছাত্রদল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এখানে সরকারেরে কোনো সম্পৃক্ততা নেই। যদি না থাকে তাহলে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন জেলখানা কেন খালেদা জিয়ার জন্য ১৫ দিন আগে থেকেই ঘষামাজা করে প্রস্তুত করা হয়েছিল।’
তিনি বলেন, ‘গতকাল সানা উল্লা সাহেব বলছেন, রায় দেওয়া হয়েছে, আগে রায় লেখা হয়েছে পড়ে। কারণ ১০ দিনের মধ্যে এত লম্বা রায় লেখা সম্ভব নয়। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। প্রধান বিচারপতিকে যেভাবে বেইজ্জত করে দেশ থেকে বিতারিত করেছে। এরপর সবাই সরকারের হাতে জিম্মি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করতে অবশ্যই বেগম জিয়াকে মাঠে থাকতে হবে। এই জন্য খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি চাই।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান মাহবুবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য প্রফেসর আব্দুল্লাহ, আর এ গণি, ভাইস চেয়ারম্যান ড.নিয়ামুল বশির, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এলডিপি উপদেষ্টা অধ্যাপক কারিমা রহমান, যুগ্ম মহাসচিব এমএম খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ইব্রাহিম রনক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজি, তথ্য ও গবেষনা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোমেনা খন্দকার, ঢাকা মহানগরের আহবায় ইব্রাহিম মিয়া, নির্বাহী সদস্য এসএম বেলালসহ গণতান্ত্রিক ছাত্রদল নেতৃবৃন্দ।