মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোরের নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহা। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি গণপতিরায়, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন শীর্ষক প্রকল্পের ৬০ জন নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ের ৩৭ হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি