সবুজ আহম্মেদ,স্টাফ রিপোর্টার::
“নির্যাতন নিপীড়ন করবো শেষ শিশুর হাসিতে ভরবো দেশ” এই বাণীকে সামনে রেখে পীরগঞ্জ রংধনু শিশু সংগঠন কিছু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে রেলওয়ে স্টেশন এর পাশে একটি উন্মুক্ত নৈশ্য বিদ্যালয় স্থাপন করেছে যার নাম -পলাশ রাঙা। পলাশ মানে বসন্তকাল আর রাঙা সংগ্রামের রাজপথ।
মাত্র ১৫ জন শিশু নিয়ে ২১-০১-২০১৭ ইং তারিখ স্কুলটির উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন দুলাল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু প্রফুল্ল শর্মা, রংধনু শিশু সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আবু সায়েম, অঙ্গীকার নাট্য নিকেতন এর গেীতম দাস বাবলু, এলাকার কিশোর, সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
কার্যক্রমটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শুভ শর্মা, লিমন আহম্মেদ, অপূর্ব শর্মা অপু, শিশু সাংবাদিক ফরহাদ রেজা অনিক, সাগর, সজল, আরমান, লাবু, ফাইদুল, জাহিদ, বাধন, আলামিন সহ সকল সদস্যবৃন্দ।
আলোচিত এই শিশু সংগঠন এর পথচলা শুরু হয় ২০১৪ সালে।