ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম গত বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থল বন্দর ও বাগভান্ডার সীমান্ত হাট (পরিদর্শন) করেছেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার গাজী হাসান আহমেদ, কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু সালেহ মোঃ ফেরদৌস খান, বিজিবির ব্যাটালিয়ান কমান্ডার, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন। বিকেলে সোনাহাট স্থল বন্দরে পৌঁছলে আমদানী রপ্তানী কারক সমিতির সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক , সিএন্ড এফ এজেন্টের সভাপতি সরকার রকীব আহমেদ ও সাধারন সম্পাদক মোস্তফা জামান ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। এসময় তারা সোনাহাট সীমান্ত দিয়ে ইমিগ্রেশন চালুর দাবী জানান। পরে তিনি জিরো পয়েন্টে উপস্থিত হয়ে সীমান্ত ও স্থল বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি বাগভান্ডার সীমান্তে সীমান্তহাট (প্রস্তাবিত) স্থাপনের স্থান পরিদর্শন করেন। এসময় তাঁর স্ত্রী তার সাথে ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু।