মোঃমনির হোসেন ঝালকাঠী ঃ
ঝালকাঠিতে ৫ হাজার শিক্ষার্থীর দলগত শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত অনুশীলন করেছে ঝালকাঠির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন। সোমবার সকালে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন এ আয়োজন করে।
ঝালকাঠির সদর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক বর্নাঢ্য এই দলগত জাতীয় সংগীতে অংশ নেয়। জেলা প্রশাসক হামিদুল হক ও পুলিশ সুপার মো.জোবায়েদুর রহমান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দও জাতীয় সংগীতে অংশ নেয়।