ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠি বিনয়কাঠি বালকদিয়া গ্রাম হইতে ঝালকাঠী থানা পুলিশের এ এস আই মিঠুন এ এস আই বাপ্পীর নেতৃত্বে এক কেজি গাজা সহ মাদক সম্রাজ্ঞী লাইলী (৩২) কে আটক করেন স্বামী ঃআনিছুর রহমন মল্লিক। সোমবার দুপুর এক ঘটিকার সময় নিজ গৃহ থেকে গোপন সংবাদের ভিক্তিতে লাইলীকে গ্রেপ্তার করেন।
থানা পুলিশ জানান আটক লাইলী দির্ঘ্য দিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। তার নামে মাদক আইনে মামলার প্রস্তুতী চলছে।