ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের সাভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ। নিহতদের স্মরণে বক্তব্য দেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম, নিহত এক পুলিশ সদস্যর স্ত্রী মিনারা বেগমসহ অন্যরা। এর আগে পুলিশ সুপারের নেতৃত্বে নিহত পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জোবায়েদুর রহমান নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো সমস্যায় জেলা পুলিশ তাদের পাশে থাকার কথা উল্লেখ করেন। শেষে নিহতদের পুলিশ সদস্যদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।