এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে গর্ভবতী “মা” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ মার্চ) সকালে খানসামা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নজমুল ইসলাম সহ স্বাস্থ্যকর্মী এবং প্রায় একশত গর্ভবতী মা।
সমাবেশে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নজমুল ইসলাম গর্ভবতীকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত সুযোগ-সুবিধার বিষয়ে ধারনা দেন।

উল্লেখ্য যে, সমাবেশ শেষে গর্ভবতী মা’দেরকে বিশ দিনের ভিটামিন ও আয়রন ট্যাবলেট বিনা মূল্যে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন