রাণীশংকৈল ( ঠাকুরগাও ) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সফিউল্লাহ’র বিরুদ্ধে রাস্তার সরকারি ৩টি গাছ কাটার অভিযোগ উঠেছে। এতে মানা হয়নি সরকারি গাছ কাটার কোন নিয়ম নীতমালা। গাছ কেটে বিক্রি করা হয়েছে স্থানীয় কাঠ ব্যাবসায়ী রফিকুলের কাছে। গত ৪ মার্চ গাছগুলো কাটা হয়েছে বলে জানা যায়। খোজ নিয়ে জানা যায়, বাচোর ইউনিয়নে বাজেবাকসা গ্রামে একটি আমগাছ ও ২টি কাঠের গাছ কেটে আত্মসাৎ করে। বিষয়টি জানা জানি হলে ইউপি সদস্য ছলচাতুরির আশ্রয় নেয়। ৭ই মার্চ বিকালে সরেজমিনে গিয়ে ৩টি সরকারি গাছ কাটার যথোপযুক্ত প্রমান পাওয়া যায়।

উল্লেখ্য ফারুক মেম্বার ইতিপূর্বে তার এলাকার রাণীদিঘিতে অবৈধ সম্পর্কে জড়িত থাকার অপরাধে আপোষ অযোগ্য মামলা আপোষ করে অর্ধলক্ষ টাকা হাতিয়ে পকেটে ভরে। গাছ কাটার সাথে জড়িত থাকার ব্যাপারে ইউপি সদস্য মোঃ ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে সে আপত্তিকর আচরণ করে বলে আপনাদের কি করার আছে করেন আমি দেখব।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, গাছগুলো যেহেতু রোডস’র সেহেতু বিষয়টিকে আমি ডিপার্টমেন্টিয়াল আইনানুগ ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *