ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ গত ৩ মার্চ ভোলাহাট উপজেলার ময়ামরী গ্রামের ভয়বহ অগ্নিকান্ডে ২০টি পরিবার পুড়ে ছাই হয়ে সর্বশান্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শনিবার বিকেল ৫টার দিকে নগদ অর্থ ও ইট প্রদান করা হয়। গোমস্তাপুর উপজেলা বিএনপি সভাপতি ও চেয়ারম্যান আগামী নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশি বাইরুল ইসলাম সরজমিন উপস্থিত হয়ে প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা ও ৫হাজার ইট প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি মানবাধিকার সম্পাদক আলঃ মাজহারুল ইসলাম পুতুল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল হক, তহরুল ইসলাম, পার্বতিপুর ইউপি বিএনপি সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর সভাপতি এনায়েত করিম তৌকি, নন্দীপুর ইউপি সভাপতি মনিরুজ্জামান সোহারাব, নাচোল বিএনপি নেতা গোলাম জাকারিয়া, গোমস্তাপুর উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য এর পূর্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থীক সহায়তা প্রদান করেছে।