বিশেষ প্রতিবেদক,ঝালকাঠি:ঝালকাঠিতে প্রধানমন্ত্রী’র খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা কেজি মুল্যের চাউল হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরনে ব্যপক অনিয়ম পাওয়া গেছে।বুধবার সকালে ঝালকাঠি জেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজারের ডিলার বেলায়েত মেম্বার এর গোডাউনে এমনটাই দেখাগেছে।সরজমিনে জানা যায়, প্রায় ৭০জন চাউল ক্রেতা এসে ফেরত চলে যান। ১০টাকা মুল্যে’র চাউল ক্রেতা কার্ডধারী ঢাপঢ় গ্রামনিবাসী আ:বারেক হুজুর জানান আমিসহ প্রায় ২০-৩০জন আজকে (বুধবার) চাউল নিতে এসে পাইনি।গোডাউন খোলা আছে কিন্তু ৬ বস্তা চাউল আছে,ডিলার মো.বেলায়েত মেম্বার গোডাউনে নেই,ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মদ ডিলারকে গালাগালি করছেন।আমোদের চাউল বিক্রি করে ফেলেছে। অপর আরেকজন গ্রাহক আ:হক জানান চাউল নিতে এসে চাউল পাইনি বাড়ী চলে যাচ্ছি।চাউল নাকি ডিলার বিক্রি করে ফেলেছে।আমরা চাউল চাই।জানা যায়,প্রায় ৬০-৭০জন কার্ডধারী হতদরিদ্র পরিবারকে চাউল দেয়া হয় নাই।এ বিষয়ে অত্র ইনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ মুঠোফোনে ডিলার বেলায়েত মেম্বারের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।হুলস্থুল পরিবেশ তৈরি হলে ঘটনাস্থলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.নাজমুল হোসাইন এসে পড়লে ডিলার পয়েন্টে হৃদয়বিদারক পরিবেশ হয়ে যায়,চাউল না পেয়ে কার্ডধারী হতদরিদ্র পরিবার’রা কর্মকর্তার পিছনে ছুটো-ছুটি করে আর চাউলের জন্য বিক্ষোভ করেন হতদরিদ্র পরিবার’রা।এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলেন,আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।নলছিঠি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.আ¯্রফুল ইসলাম মুঠোফোনে জানান,বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.নাজমুল হোসাইন জানিয়েছেন যে ফেরত যাওয়া প্রধানমন্ত্রির খাদ্যবান্ধব কর্মসুচি’র আওতায় কার্ডধারী হতদরিদ্রদের মাঝে আগামিকাল চাউল দেয়া হবে।স্থানীয়’রা বলেন গোডাউনে চাউল নেই,তবে চাউল গেলো কোথায়,আগামিকাল বাজারের খারাপ চাউল দেয়া হবে।আমরা প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসুচি’র সীলসহ চাউলের বস্তাসহ চাউল চাই।এ বিষয়ে ডিলার মো.বেলায়েত মেম্বারের সাথে যোগাযোগ করলে মুঠোফোন রিসিভ করেনি।