মোস্তাফিজ সোহাগ,ঝালকাঠি: ঝালকাঠিতে চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে ।ঘটনার বিবরনে জানা যায়,রবিবার দুপুর সারে তিনটায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগর ইউপি’র কাচারিবাড়ী নামক এলাকায় খুলনাগামী সৈয়দ পরিবহনের সাথে ঝালকাঠি’র বাস মালিক সমিতির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ ঘটনায় দুটো বাসের সামনের অংশ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রায় ২০জন মানুষ গুরুতর আহত হয়ে এলাকাবাসীর সহায়তায় বরিশাল শেবাচিম এ ভর্তি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।স্থানীয়’রা জানান,সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পার্শ্বে গর্ত করে খালী রেখে দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটেছে । খুলনা গামী সৈয়দ পরিবহনের নাম্বার ঢাকা মেট্রো-ব-১৪-৩০০৯,ও ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়ীর নাম্বার ভোলা-জ-১১-০০১০। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যড.খান সাইফুল্লাহ পনির,সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার,সদস্য খসরু নোমান,ছাত্রলীগ নেতা লিমন নকিব মুন্নাসহ আ,লীগ নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের খোজ খবর নেন।