ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ ভোলাহাট উপজেলা শাখা মঙ্গলবার বেশ কিছু কর্মসূচীর মধ্যদিয়ে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালন করেছে। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে সকাল ৮টায় পতাকা উত্তোলন, সোয়া ৮টায় দোয়া ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভোলাহাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট উপজেলা আ’লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এমপি মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর আলঃ নুরুল হক, গোমস্তাপুর উপজেলা যুলীগ সভাপতি রাশেদুল ইসলাম, ভোলাহাট যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, ভোলাহাট উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফিরোজ আলম তুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল হক, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিমসহ অন্যরা।