ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির নতুন কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। শনিবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মির উপস্থিতিতে ফুলবাড়ী ডিগ্রী কলেজ রোডে গ্রান্ড হোটেল কমিউনিটি সেন্টারের নীচ তলায় উদ্ভোধন করেন উপজেলা
জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ছিটমহল আন্দোলনের নেতা মোঃ মইনুল হক। এ উপলক্ষে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোঃ মইনুল হকের সভাপতিত্বে গ্রান্ড হোটেল কমিউনিটি সেন্টার
হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আজিজার রহমান মাস্টার,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন বিএসসি, আলহাজ¦ আব্দুল গফুর,মোঃ আনিচুজ্জামান ছোবহানী আংগুর,এস এম আনোয়ারুল হক,এ্যাডভোকেট আব্দুল মজিদ আকন্দ,প্রভাষক মোঃ নাজমুল হোসাইন,সিরাজুল ইসলাম হিরু,সার্জেন্ট (অব) মোঃ কালাম ব্যাপারী,বিশিস্ট ব্যাবসায়ী মোঃ গোলাম রব্বানী সফিয়ার,মোঃ ইসলাম হক,মোঃ এমদাদুল হক,মোঃ মইনুল হক খন্দকার প্রমূখ