নাটোর প্রতিনিধি:
নাটোর-বাগাতিপাড়া সড়কের মাস্তান মোড় এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাকেশ দাস নামের একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। রোববার (২০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার মাস্তান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকেশ দাস বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চি চকপাড়া গ্রামের অশোক দাসের ছেলে এবং প্রাণ এ্যাগ্রো লিমিটেড এর কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বাগাতিপাড়া থেকে একটি লছিমন করে রাকেশ দাসসহ কয়েকজন যাত্রী নাটোরের দিকে যাচ্ছিল । পথে মাস্তান মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে লছিমনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাকেশসহ অন্তত ৬জন আহত হয়। এসময় স্থানীয়রা আহত রাকেশকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।