নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের বড়াইগ্রামে এইচএসসি ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জোনাইল ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক পরীক্ষা বাবদ ৫০০শত টাকা করে নেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া অন্য বিষয়গুলোতে ২০০ শত টাকা করে নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিকট কেন্দ্র ফি ও পরীক্ষকদের খুশি করার জন্য এই টাকা নিচ্ছে বলে জানান একাধিক পরিক্ষার্থী। চাহিদামাফিক অর্থ প্রদান করতে না পারলে ফেল করিয়ে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয় পরীক্ষার্থীদের। তাই অনেকটা বাধ্য হয়েই শিক্ষকদের খুশি ও পাশ করার জন্য টাকা দিচ্ছেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন স্যাররা বলেন টাকা দিলে পাশ করবি না দিলে ফেল। এখন পাশ করবে না ফেল করবে সেটা তোমাদের বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, আমরা বাধ্য হয়েই টাকা দিচ্ছি। কোনটা নিয়ম কোনটা অনিয়ম সেটা দেখার সময় আমাদের নেই। পাশ করতে হলে তো টাকা দিতেই হবে। অযথা ঝামেলা করে কেন ফেল করবো। তবে এ বিষয়ে ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থীরাও। এ বিষয়ে জোনাইল ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষক আলতাব হোসেন কোন সদুত্তর দিতে পারেননি।