নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
নাগেশ্বরীতে রাতব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পশ্চিম নাগেশ্বরী বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ফজলুল হকের ছেলে আব্দুল মান্নান সরকার বাবু (২৭) কে ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজাসহ তার বাড়ী থেকে ও রাত পৌনে ২ টায় ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের শমসের আলীর ছেলে দুলাল মিয়া (২৮) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান, মাদক মামলায় আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।