শুভ শর্মা:
মাদক মুক্ত সেনুয়া বাস্তবায়নই হোক আমাদের সবার অঙ্গীকার। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পীরগঞ্জে সেনুয়া চেীরাস্তায় একদল তারুণ্যে উদ্যোগে ৩১ মে রোজ বৃহ:পতিবার সেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট এর সহায়তায় অগ্রদূত পল্লী পাঠাগার এর আয়োজনে এক বিরাট মানববন্ধন ও গণসংহতি এবং গণস্বাক্ষর এর আয়োজন করে। উক্ত গণসংহতি ও গণস্বাক্ষর কর্মসূচির্তে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ সদস্য জনাব অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ , জনাব মো: সফিকুর ইসলাম ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: আক্তারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী সহ আরও উপস্থিত ছিলেন ভোমরাদহ ১ নং ইউপির চেয়ারম্যান হিটলার হক ও ল্যাম্পপোস্ট এর নির্বাহী পরিচালক মহিউদ্দীন জনি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটির পরিচালনা করেন অগ্রদূত এর সদস্য সবুজ, জাহিদ, বাধন, ইমরান, শাহিদ সহ পুরো সেনুয়াবাসী। ।