ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভূরুঙ্গামারী থানা চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী,সহকারী পুলিশ সুপার(ভূরুঙ্গামারীসার্কেল) শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ,উপজেলা প্রশাসন,সাংবাদিক,বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।