রৌমারী (কুড়িগ্রাম)
গরু নিলামকে কেন্দ্র করে বিজিবি’র গোয়েন্দা শাখা’র সদস্য (এফএস) রেজাউল ইসলামকে লাঞ্ছিত করা হয়েছে। শনিবার দুপুরের দিকে রৌমারী কোম্পানী সদর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ লাঞ্ছিতের ঘটনায় রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুকে তাৎক্ষনিকভাবে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি।
জামালপুর বিজিবি’র সেক্টর কমা-ার (সিও) লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ জানান, আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী কাজে বাধা, বিজিবি সদস্যের গায়ে হাত তোলা ও টাকা ছিনতায়ের চেষ্টায় তৎপর থাকার মামলা রুজু করা হবে। সেই সাথে শালু’র ভাতিজা সোহেল রানা সোহেল, ছেলে জাকারিয়া সজিব ও জাইদুল ইসলামের ছেলে বেলাল হোসেনও এ মামলায় থাকছেন।
নিলামে অংশগ্রহনকারীরা জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার নিলামের শেষের দিকে এসে ৫টি গরু কম দামে ছাত্রলীগের নামে নিতে চান। কিন্তু উপস্থিত সকলে তা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ, যুবলীগের একটি অংশ ও আ’লীগের কয়েকজন নেতার মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে বিজিবি ক্যাম্পের ভেতরেই তারা বাকবিত-ায় জড়িয়ে পড়েন। তাদের বাকবিত-া চরম পর্যায়ে গেলে উত্তেজনা কমাতে বিজিবি সদস্যরা তাদের নিরব থাকতে বললে সমস্ত ক্ষোভ যেন বিজিবি সদস্যদের উপর পড়ে। পরে চেয়ারম্যানের ছেলে সবিজ ও জাইদুল ইসলামের ছেলে বেলাল বিজিবি’র গোয়েন্দা সদস্য রেজাউলের উপর কিল ঘুষি ও লাথি মারতে থাকলে বিজিবি সদস্যরা তাৎক্ষনিকভাবে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেন। পরিস্থিতি বেগতিক দেখে দৌড়ে পালান উপস্থিত বিটারসহ সকলেই। পরে চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুকে আটক করে পুলিশে দেয়া হয়।
এ ব্যাপারে রৌমারী থানার ওসি জাহাঙ্গীল আলম বলেন, বিরোধপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত দোষীদের সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে