এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা শাখা যুবদলের কমিটি হচ্ছে বলে গুঞ্জন উঠেছে বিএনপি ঘরানার রাজনৈতিক মহলে।

নতুন কমিটি আসার এমন গুঞ্জনকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে পদ প্রত্যাশী নেতাকর্মীদের দৌড়ঝাঁপ। পদ পাওয়ার এ সুযোগ কাজে লাগাতে দীর্ঘ দিনের নিষ্ক্রিয় নেতাকর্মীরাও এখন চাঙ্গা ফলে খানসামা উপজেলা যুবদলে এখন অন্য এক আবহ বিরাজ করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে চাঙ্গা করতে সারাদেশ ব্যাপী বিভিন্ন অঙ্গসংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরই ধারাবাহিকতায় দীর্ঘ দেড় যুগ পর খানসামা যুবদলের উপজেলা কমিটিতে নতুন নেতৃত্ব আসছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ অবস্থায় ঈদের আগেই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হতে পারে।

এখন পর্যন্ত সভাপতি পদে প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় আসছে তাঁরা হলেন উপজেলা যুবদলের বিগত কমিটির দপ্তর সম্পাদক ও ক্লিন ইমেজের নেতা নিপুন শাহ,দীর্ঘ সময় সময় ধরে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ওবাইদুর রহমান এবং যুবনেতা ইয়াছিন।

অন্যদিকে সাধারন সম্পাদক পদ প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ,বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান,দীর্ঘ সময় ধরে যুবদলের রাজনীতিতে সক্রিয় থাকা ও ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী।

তরুণ নেতৃত্বের প্রাধান্যের পাশাপাশি দলের ত্যাগী ও দক্ষ সদস্যরা এবারের কমিটিতে ঠাঁই পেতে যাচ্ছেন- এমন দাবি সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *